Choose Language: English | বাংলা

New version of SufalBangla mobile application is now available in playstore. Please download the latest version for new features like store locations, feedback, tenders etc.

Change Font Size: A+ | A-
Banner
JSP Page
JSP Page

গ্রাহকদের উপকারিতা

গ্রাহকদের জন্য নির্ধারিত পণ্যমূল্যের সুবিধা

সুফল বাংলা প্রচলিত বাজার দরের চেয়ে কম দামে গ্রাহকদের তাজা ফল এবং সব্জী সরবরাহ করে৷ কোলকাতার খুচরো বাজার দরের উপর নির্ভর করে সুফল বাংলা বিক্রয় মূল্য নির্ধারণ করে৷গ্রাহকদের বাজার দরের উপর ১০ থেকে ৩০ শতাংশ লাভ দেওয়া হয়৷


এই বাজারের হস্তক্ষেপ অন্যান্য গ্রাহকদের উপকার করছে পাশাপাশি ফল এবং সব্জীর খুচরো দামও যাচাই করছে৷

এলাকার পরিধি

সুফল বাংলা প্রাথমিকভাবে কোলকাতা, উত্তর ২4 পরগণা এবং হাওড়ায় ১৪ টি ভ্রামমান বিক্রয়কেন্দ্রের মাধ্যমে নিজেদের পরিষেবা সম্প্রসারিত করেছে।


বর্তমানে সুফল বাংলা তিনটি স্থায়ী বিক্রয়কেন্দ্র পরিচালনা করছে সেগুলি হলো রাজারহাট গোপালপুরে, সন্তোষপুরে এবং হাওড়ার মন্দিরতলায়।

অপচনশীল প্রক্রিয়াজাত দ্রব্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে৷

গ্রাহকদের চাহিদার উপর ভিত্তি করে সব রকমের খাদ্যপণ্যকে এক ছাদের তলায় আনা হয়েছে৷ অপচনশীল খাদ্যদ্রব্য যেমন, প্যাকেটজাত সুগন্ধি চাল, ডাল, রান্নার তেল, আমসত্ব এবং ফল থেকে তৈরি বিভিন্ন প্রক্রিয়াজাত পণ্য যেমন, জ্যাম, জেলি, সস ইত্যাদি হাওড়ায় তালিকাভুক্ত করা হয়েছে৷


কৃষি বিপণন বিভাগ ফল থেকে তৈরি বিভিন্ন প্রক্রিয়াজাত পণ্য উৎপাদন করে সুফলের বিক্রয়কেন্দ্রগুলির মাধ্যমে বিক্রি করছে৷ এছাড়া সুফল বাংলার মাধ্যমে তৈরী বিভিন্ন কৃষক গোষ্ঠী অন্যান্য প্যাকেটজাত পণ্য তৈরী করছে ও বাজারজাত করছে৷

JSP Page